সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়ােগ
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেপুটেশনে (ওকেপি-৫) নিয়ােজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে কাজ করার জন্য ২৫ জন ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা
ফার্মাসিস্ট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফার্মেসীতে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি এবং ফার্মাসিস্ট হিসাবে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান হতে আরবি ভাষা কোর্স সম্পন্ন বা কোর্সে অংশগ্রহণরত হতে হবে। উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং স্থূলতা বর্জিত হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনভাতা
মাসিক মূল বেতন ৬৭৪ কেডি (১ কেডি=২৮০ টাকা প্রায়), আমিরি অনুদান ৫০ কেডি, বাড়ীভাড়া ভাতা বিবাহিতদের ৪০০ কেডি, অবিবাহিতদের ৩০০ কেডিসহ নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ‘সেনাসদর এজি শাখা (পিএ পরিদপ্তর), ঢাকা সেনানিবাস’ ঠিকানায় পৌঁছাতে হবে।