বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩৮ কর্মকর্তা নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাধারণ ও টেকনিক্যাল পদে ১৩৮ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
টেকনিক্যাল পদ
ক) সিস্টেম ইঞ্জিনিয়ার (স্ট্রাকচার/এয়ারফ্রেম/প্রপালশন) : ৪টি
খ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট/রেডিও/রাডার) : ৪টি
গ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ই-এনাবলিং) : ৪টি
ঘ) সিস্টেম ইঞ্জিনিয়ার (রিল্যায়াবিলিটি/মেইনটেনেন্স প্রােগ্রাম) : ৪টি
ঙ) এ্যাসিঃ ইঞ্জিনিয়ার (সিভিল) : ২টি
চ) এ্যাসি: ম্যানেজার অপারেশন্স (জিএসই) (পুরুষ) : ১০টি
ছ) ফ্লাইট ডাটা এ্যানালিস্ট ইঞ্জিনিয়ার/ এ্যাসি: ম্যানেজার কোয়ালিটি এ্যাসুরেন্স : ৪টি
জ) এ্যাসি: ম্যানেজার (অপস কন্ট্রোল) : ৪টি
ঝ) এ্যাসি: ম্যানেজার মেইনটেনেন্স (জিএসই/মটর ট্রান্সপাের্ট/হ্যাঙ্গার কমপ্লেক্স)/ এ্যাসি: ইঞ্জিনিয়ার (ইএম) : ১৫টি
ঞ) ডিবিএমএস এ্যাডমিনিস্ট্রেটর/ প্রােগ্রামার : ৬টি
ট) সিস্টেম এ্যাডমিনিস্ট্রেটর/নের্টওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটর : ২টি
জেনারেল পদ
ক) এ্যাসি: ম্যানেজার ট্রেইনি (জেনারেল) : ৫০টি
খ) এ্যাসি: ম্যানেজার লাইব্রেরি : ১টি
গ) এ্যাসি: ম্যানেজার লিগ্যাল এ্যাফেয়ার্স/কোর্ট এ্যাফেয়ার্স : ২টি
ঘ) এ্যাসি: ম্যানেজার অডিট : ২টি
ঙ) এ্যাসি: ম্যানেজার এ্যাকাউন্টস : ২০টি
চ) এ্যাসি: ম্যানেজার পাবলিক রিলেশনস : ১টি
ছ) মেডিকেল অফিসার : ৩টি
আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০১৯।