আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে নিয়োগ
বাংলাদেশ পুলিশ বাহিনী পরিচালিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ দেয়া হবে।
পদের নাম: কো-অর্ডিনেটর (একাডেমিক ও এ্যাডমিন)
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। ১০ থেকে ১২ বছরের একাডেমিক ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা।
পদের নাম: সহকারি শিক্ষক (মহিলা)
পদসংখ্যা: প্রাথমিক শাখা ৩টি
যােগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। প্রাথমিক শাখায় পাঠদানে অভিজ্ঞ এবং সহশিক্ষা কার্যক্রমে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, সহশিক্ষা কার্যক্রমে সনদপত্রের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ‘সভাপতি, গভর্নিং বডি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ”, শায়েস্তা খান এভিনিউ, সেক্টর-০২, উত্তরা, ঢাকা’ বরাবর অথবা ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়। আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।