ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানীতে ৯৪ জন নিয়ােগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের একটি প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড ১৯ ধরনের পদে ৯৪ জনকে নিয়োগ দেবে।
যেসব পদে নিয়োগ:
১। সহকারী প্রকৌশলী : ৮টি
২। সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন) : ২টি
৩। সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) : ১টি
৪। স্টোর অফিসার : ৩টি
৫। জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) : ১টি
৬। উপ-সহকারী প্রকৌশলী : ১৯টি
৭। সিকিউরিটি অফিসার : ১টি
৮। স্টোর কিপার : ১টি
৯। ফোরম্যান : ৩টি
১০। অফিস সহকারী : ৩টি
১১। টেকনিশিয়ান : ২টি
১২। গাড়ি চালক : ৬টি
১৩। ক্রেন/ হেভি ভেহিকেল অপারেটর : ২টি
১৪। টার্নার/ লেদ মেশিন অপারেটর : ২টি
১৫। ওয়েল্ডার : ২টি
১৬। স্টোর হেলপার : ১টি
১৭। টেকনিক্যাল অ্যাটেনডেন্ট : ৫টি
১৮। নিরাপত্তা প্রহরী : ২৪টি
১৯। অফিস অ্যাটেনডেন্ট : ৮টি
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে egcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত।