সেনাবাহিনীতে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফরমেশন টেকনােলজি পরিদপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার/এপ্লিকেশন তৈরী, উন্নয়ন এবং রক্ষনাবেক্ষণ করার জন্য আট পদে চুক্তিভিত্তিক জনবল নিয়ােগ দেয়া হবে।
পদের নাম: টিম লিডার
পদসংখ্যা: ১টি
পদের নাম: প্রজেক্ট টিম লিড
পদসংখ্যা: ৩টি
পদের নাম: বিজনেস অ্যানালিস্ট লিড
পদসংখ্যা: ১টি
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল লিড
পদসংখ্যা: ১টি
পদের নাম: প্রোগ্রামার/ ডেভেলপার (মাইক্রোসফট এএসপি.নেট, এমএস এসকিউএল)
পদসংখ্যা: ২টি
পদের নাম: প্রোগ্রামার/ ডেভেলপার (ফুল স্টেক ডেভেলপার, পিএইচপি লারাভেল, মাইএসকিউএল)
পদসংখ্যা: ২টি
পদের নাম: প্রোগ্রামার/ ডেভেলপার (ওরাকল এপ্লিকেশন এক্সপ্রেস, ওরাকল এপেক্স, ওরাকল ডাটাবেজ)
পদসংখ্যা: ২টি
পদের নাম: ক্রিয়েটিভ লিডার
পদসংখ্যা: ১টি
আবেদনের ঠিকানা: ইনফরমেশন টেকনােলজি পরিদপ্তর, জেনারেল স্টাফ শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০১৯।