মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন সহকারী অধ্যাপক, ১ জন প্রভাষক; পরিসংখ্যান বিভাগে ১ জন সহকারী অধ্যাপক, ২ জন প্রভাষক; গণিত বিভাগে ৪ জন প্রভাষক; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফ্রেব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন সহকারী অধ্যাপক, অ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন প্রভাষক, ইয়ার্ণ ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে ১ জন প্রভাষক, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ে ৩ জন প্রভাষক; পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন সহকারী অধ্যাপক এবং ৫ জন প্রভাষকসহ মোট ২১ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে।
যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ১০ সেট আবেদন আগামী ৩০ অক্টোবরের মধ্যে ‘রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ বরাবর পৌঁছাতে হবে।