কর্মসংস্থান ব্যাংকে ১২৭ কর্মকর্তা নিয়োগ
কর্মসংস্থান ব্যাংকের দুই পদে ১২৭ কর্মকর্তা নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অফিসার (সাধারণ) পদে ৬২ জন এবং সহকারী অফিসার (ক্যাশ) পদে ৬৫ জনকে নিয়োগ দেয়া হবে।
কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনাে পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না। ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে Bdjobs.com/kb ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ টাকা শিওরক্যাশের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত।