চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৭৪ শিক্ষক নিয়োগ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সামাজিক বিজ্ঞান বিষয়ে ২ জন, গণিত ১৫ জন, বাংলা ৮ জন, ইংরেজি ১১ জন, ব্যবসায় শিক্ষা ২ জন, ভৌত বিজ্ঞান ১৫ জন, জীব বিজ্ঞান ১০ জন, ইসলাম ধর্ম ৩ জন, হিন্দু ধর্ম ২ জন, বৌদ্ধ ধর্ম ১ জন এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে ৫ জন সহকারী শিক্ষক নেয়া হবে।
সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে যেকোন একটি তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযােগ্য হবে। ৩ অক্টোবর ২০১৯ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য এবং শিক্ষকতায় নিয়ােজিত ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে মাসিক সর্বসাকুল্যে ১১,৬১৬ টাকা বেতন দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র টাইগার পাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসের ৬ষ্ঠ তলায় ৬১০ নম্বর কক্ষে শিক্ষা বিভাগে জমা দিতে হবে। আবেদন জমা দেয়া যাবে ৩ অক্টোবর অফিস চলাকালীন সময় পর্যন্ত।