ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ)
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি অথবা এম.ফিল বা সমমানের ডিগ্রি এবং প্রভাষক পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি। অনার্স ও মাস্টার্স পর্যায়ের কোন একটিতে প্রথম শ্রেণি বা সমমানের গ্রেড থাকতে হবে। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের গ্রেড গ্রহণযােগ্য হবে না। স্বীকৃত মানের জার্নালে প্রকাশনা এবং ন্যূনপক্ষে ছয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষকতায় অধিকতর দক্ষতার অধিকারী এবং আন্তর্জাতিক মানের স্বীকৃত জার্নালে ন্যূনতম দুটি প্রকাশনা থাকলে অভিজ্ঞতা শিথিলযােগ্য। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনস্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম: উপ-পরিদর্শক
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সরকারী/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার/ সহকারী পরিচালক বা সমমানের পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ মােট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা প্রতিষ্ঠিত কোন ডিগ্রি পর্যায়ের কলেজে/ মাদরাসায় কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।
বেতনস্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বাড়ি নং১২৪/৯০/৩ ব্লক-বি, সড়ক নং-০২, পশ্চিম ধানমন্ডি, বছিলা, মােহাম্মদপুর, ঢাকা-১২৩১।
আবেদনের শেষ তারিখ: উপ-পরিদর্শক পদে ৬ অক্টোবর এবং সহকারী অধ্যাপক পদে ৭ অক্টোবর ২০১৯।