শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে: ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ২১ শতকের পৃথিবী চায় একজন দক্ষ, সংবেদনশীল, দেশপ্রেমিক মানুষকে। তাই শুধুমাত্র ভাল ছাত্রই নয়, এর পাশাপাশি নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ব্যাচ ডে ও অভিষেক অনুষ্ঠান’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ‘সঞ্জীবনী- ৩৩তম ব্যাচ’ এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবন মানেই স্বাধীন ও আনন্দময় একটি জীবন। লক্ষ্য রাখতে হবে, এ স্বাধীনতা যেন কোন ভাবেই মাত্রা ছাড়িয়ে না যায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এই যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে তোমরা ইতিবাচক হিসেবে ব্যবহার করবে।’
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে নির্যাতন করা হচ্ছে। তোমাদের প্রতি আহ্বান, তোমরা কোনো অবস্থাতেই র্যাগিং করবে না। ইবি ক্যাম্পাসকে আমরা র্যাগিং মুক্ত রাখতে চাই।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এর আগে সকালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ব্যাচ ডে’ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র্যালি করেন ‘সঞ্জীবনী- ৩৩তম ব্যাচ’র শিক্ষার্থীরা। র্যালি শেষে নতুন বর্ষের কেক কাটা হয়। এরপর দুপুরে প্রীতিভোজ ও বিকেলে ফ্লাশমব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।