নোবিপ্রবিতে ৩ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব
‘স্মৃতির রং হোক গাঢ়, নোবিপ্রবি এগারো’ এই প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ উৎসব চলবে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) পর্যন্ত।
উৎসবকে ঘিরে বর্ণাঢ্য সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের গোল চত্বর ও স্থাপনাসমূহের দেয়ালে নানা চিত্রকর্ম অঙ্কন করেছে বিদায়ী শিক্ষার্থীরা।
উৎসবের প্রথম দিনে হয়েছে স্মারকগ্রন্থ বিতরণ, উদ্বোধন ও র্যালি, বৃক্ষরোপণ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব ও মাল্টিমিডিয়া উপস্থাপনা। দ্বিতীয় দিনে রঙ উৎসব, ট্রাক র্যালি, গ্র্যান্ড লাঞ্চ, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিদায় অনুষ্ঠান।
আয়োজনের মূল আকর্ষণ থাকছে তৃতীয় ও শেষ দিনে। ওয়ারফেজ, আর্ক, দাগ, বাঙাল, দ্য ইন্সপায়ার, সলিটিউড, উত্তরাধিকার ও সাইলেন্ট স্ট্রমের মতো জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডসমূহের অংশগ্রহণে মুখরিত হবে পুরো নোবিপ্রবি।