মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) মহাত্মা গান্ধী স্মারক সদন এর উদ্যোগে বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে এটি অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার সভাপতিত্ব করেন মহাত্মা গান্ধী স্মারক সদনের চেয়ারম্যান সৈয়দ আবুল মকসুদ। স্বাগত বক্তব্য রাখেন মহাত্মা গান্ধী স্মারক সদনের সমন্বয়ক মো. হুমায়ুন কবির সুমন। এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সমন্বয়ক মো. আলমগীর কবির।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ বলেন, 'আজকের সংঘাতময় পৃথিবীতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গান্ধীর অহিংস নীতি বড় বেশি প্রয়োজন। অশান্ত মধ্যপ্রাচ্য, অস্থির দক্ষিণ এশিয়া, রোহিঙ্গা সংকটের চলমান বাস্তবতা আমাদের বারবার গান্ধীর অহিংস আন্দোলনের গুরুত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। এই চর্চা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একটি সুখী ও শান্তিপূর্ণ পৃথিবী গড়তে গান্ধীর অহিংস মতবাদ ধারণ ও চর্চা সময়ের দাবি।'