‘নির্যাতনের বিচার’ চাওয়া সেই শিক্ষার্থী এখনও রাজুতে
নিজের ওপর হওয়া ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকিম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালেও তার অবস্থান অব্যাহত রয়েছে।
সরেজমিন বৃহস্পতিবার সকালেও তাকে রাজু ভাস্কর্যের পাদদেশে বসে অবস্থান কর্মসূচি পালন করে যেতে দেখা যায়। ভুক্তভোগী এই শিক্ষার্থীর সঙ্গে রয়েছেন তার সহপাঠীসহ আরও কয়েকজন। তার দাবি বিচারের কোনো আশ্বাস না পাওয়ায় তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ঢাবির হলে ৪ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহে’ নির্যাতন করার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। পরে চার শিক্ষার্থীকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ শিবির সংশ্লিষ্টতার কোনো ধরনের তথ্য প্রমাণ না পাওয়ায় বিকেল ৩টার দিকে তাদের ছেড়ে দেয়।
আরও পড়ুন: জহুরুল হক হলে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে মারধরের বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়ে সন্ধ্যায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন এই শিক্ষার্থী।
আরও পড়ুন: রাজুতে ‘নির্যাতনের বিচার’ চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থান