সোমবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের ডাক
কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সোমবার (২৩ ডিসেম্বর) দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মিডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন।
আরও পড়ুন: নুরের ওপর হামলা বর্বরোচিত: নানক
আখতার বলেন, ডাকসুর ভিপির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার হামলার শিকার হবে এটা বিশ্ববিদ্যালয়গুলো মেনে নিতে পারে না। তাই প্রতিবাদের অংশ হিসেবে আগামীকাল সব শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রোববার দুপুরে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় সাতজন নেতাকর্মী। এছাড়া আইসিইউ'তে রয়েছে দুজন।