ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরসহ কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এসময় ভিপি নুরকে মারধরসহ ডাকসুতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে এই হামলা করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ভিপি নুরসহ কোটা সংস্কারের অন্যান্য নেতাকর্মীদের ডাকসু ভবনে আটকে রেখে লাঠিসোটা নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েন। এসময় নুরসহ ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরো জানা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন।
এদিকে হামলার এক পর্যায়ে ডাকসু সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্য বাধা দিতে গেলে তাকে শিবির আখ্যা দিয়ে লাঞ্ছিত করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।