বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) অধিকতর উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় দুইটি মাইনাস ৮৬ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রার ফ্রিজার সংযোজন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২ টায় মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে ফ্রিজার ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এই ফ্রিজার ইউনিট উদ্বোধনের মাধ্যমে বাকৃবির শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রী তাদের প্রয়োজনীয় গবেষণার নমুনা -৪০°C হতে -৮৬°C তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবে এবং এর জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান করতে হবে বলে জানা যায়।
বাকৃবির মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মোঃ হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলী রেজা ফারুক, কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ুন কবির, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ মুনির হোসেন, অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান মজুমদার, টেকনোওয়ার্থ এর সেলস ম্যানেজার কৃষিবিদ লুৎফর রহমান, বিভিন্ন হলের প্রভোস্টসহ আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ফ্রিজিং পয়েন্ট উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে এই ফ্রিজারগুলো খুবই মূল্যবান বিধায় সঠিকভাবে ব্যাবহারের নিমিত্তে সংশ্লিষ্ট স্টাফদের যথাযথ ট্রেনিংয়ের পরামর্শ দেন এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ের কিছুটা আয় সংস্থানের পরামর্শ দেন।
তিনি আরও বলেন ছাত্র, শিক্ষক ও গবেষক এগুলো যেন সহজেই ব্যাবহার করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের মূল্যবান সচল যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় থাকলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় গবেষণাগারে প্রতিস্থাপন করা যেতে পারে।