রাইড শেয়ারিং মোটরসাইকেল থেকে পড়ে ইডেন ছাত্রীর মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত কলেজ ছাত্রী আকলিমা আক্তার জুঁই/ছবি: সংগৃহীত

নিহত কলেজ ছাত্রী আকলিমা আক্তার জুঁই/ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় স্মরণীতে রাইড শেয়ারিং (উবার) মোটরসাইকেল থেকে পড়ে আকলিমা আক্তার জুঁই (২৫) নামে ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২ দিন আগে শনিবার (৩০ নভেম্বর) বিজয় স্মরণীতে রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান উবার'র মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন জুঁই।

বিজ্ঞাপন

এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুঁই ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়তেন।