শুক্র-শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

শুক্র-শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

শুক্র-শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এখন থেকে শুক্র, শনিবারেও শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে পরিবহনসেবা।

মঙ্গলবার (৫ নভেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ৮ নভেম্বর থেকে প্রতি শুক্রবার ও শনিবার একটি বাস বিকাল তিনটায় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে যাবে এবং রাত আটটায় বাসটি শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিকাল ৩ টার বাসটি ক্যাম্পাস থেকে কোটবাড়ি-টমছম ব্রিজ-কান্দিরপাড়-পুলিশ লাইন হয়ে ইদগাহ যাবে এবং রাত ৮টার বাসটি ঈদগাহ-পুলিশলাইন-কান্দিরপাড়-টমছম ব্রিজ-কোটবাড়ি হয়ে ক্যাম্পাসে আসবে।

এ বিষয়ে কুবি পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা শুক্রবার, শনিবার বাস চালুর দাবি করেছিল। প্রশাসন এই দাবি আমলে নিয়েছে এবং আমাদের এই দাবির প্রেক্ষিতে একটি বাস ক্যাম্পাস টু শহর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করি আমরা এই সেবাটি ভালো করে দিতে পারবো।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী হলে ও ক্যাম্পাসের কাছাকাছি মেসে থাকে। অনেকের শহরে কাজ থাকে বা অনেক শিক্ষার্থী টিউশনের সাথে জড়িত। তাদের শহরে যেতে আসতে অনেক ভাড়া লাগে। টিউশনের টাকা যদি ভাড়াতেই চলে যায় তাহলে তো লাভ নেই। তাছাড়াও শহরে যাতায়াতে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।’