ইবিতে ব্রাকনেটের অর্থায়নে কেন্দ্রীয় মসজিদের সাউন্ড সিস্টেম উদ্বোধন

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইবিতে ব্রাকনেটের অর্থায়নে কেন্দ্রীয় মসজিদের সাউন্ড সিস্টেম উদ্বোধন

ইবিতে ব্রাকনেটের অর্থায়নে কেন্দ্রীয় মসজিদের সাউন্ড সিস্টেম উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের সাউন্ড সিস্টেম নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের অবসান ঘটিয়ে অবশেষে ব্রাক নেটের সহায়তায় নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রোববার (২ নভেম্বর) যোহর নামাযের পর ব্রাক নেটের জেনারেল ম্যানেজার মো. মোকাররম হোসাইনের উপস্থিতিতে নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়৷

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই মসজিদটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক সবথেকে বড় এবং সুন্দর একটি স্থাপনা। তবে এই মসজিদকে আরো বেশী সুন্দর করে তোলা সম্ভব। আমি সর্বপ্রথম মসজিদের সংস্কারেই হাত দিয়েছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে কাজ করার জন্য এসেছি। তারই একটি ক্ষুদ্র অংশ এটি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি বিশেষভাবে ব্রাক নেটকে ধন্যবাদ দিতে চাই। তাদের সহায়তায়ই আজকের এই কাজ করা সম্ভব হয়েছে।