পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে আটক হয়েছে ছাত্রলীগের এক নেত্রী। 

বিজ্ঞাপন

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

আটক নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না ওরফে পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং রাজশাহী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস তামান্না ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে মহিলা কলেজে আসেন। পরীক্ষা চলাকালীন পাশের সিটের এক পরীক্ষার্থী তাকে চিনতে পেরে বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের জানান। এরপর সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদলের সদস্যরা পরীক্ষা হলের বাইরে জমায়েত হয়। পরীক্ষা শেষে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে এবং গণধোলাই দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, আটক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি এজহারভুক্ত আসামি। তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আদালতে পাঠানো হয়েছে।