নবীনদের আগমনে প্রাণচঞ্চল কুবি

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

নবীনদের আগমনে প্রাণচঞ্চল কুবি

নবীনদের আগমনে প্রাণচঞ্চল কুবি

নবীন শিক্ষার্থীদের চঞ্চল পদচারণায় মুখরিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এসময় আগত নবীন শিক্ষার্থীদের বিভাগগুলো থেকে জানানো হয়েছে অভ্যর্থনা।

প্রথম বিশ্ববিদ্যালয়ের যুক্ত হওয়া নবীন শিক্ষার্থীরাও এদিন তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। অনেকেই জানান তারা পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়ে আনন্দিত। লালমাটির এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবীন শিক্ষার্থী রোশনা আক্তার কারিনা বলেন, ‘গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। এখানে পড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। স্যারদের জ্ঞানমূলক বাণী শুনে মনে হয়ে তারা খুবই বন্ধুসুলভ। সিনিয়র এবং বন্ধুদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী এক নবীন শিক্ষার্থীকে উপহার তুলে দিচ্ছেন

এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঢাকা থেকে আগত নবীন শিক্ষার্থী সিনথিয়া আক্তার বলেন, ‘আমার এডমিশন জার্নিটা শুরু হয়েছিল এইচএসসি এক্সামের পর থেকেই। আমার শিক্ষক এবং পিতামাতা আমাকে অনেক সাপোর্ট করেছেন এই জার্নির সময়। রাত থেকেই খুব এক্সাইটেড ছিলাম আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। সিনিয়র ভাই-বোনরা আমাদের সাদরে গ্রহণ করে নিলেন। অনেক ভালো লাগছে।’

ওরিয়েন্টেশন চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী প্রতিটি বিভাগ পরিদর্শন করেন। নতুন শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।

এসময় তিনি বলেন, ‘র‍্যাগিং ও বুলিংয়ের ব্যাপারে প্রশাসন সচেতন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবাসন সংকট রয়েছে। নতুন ক্যাম্পাস চালু হলে সে সংকট থাকবে না।’