নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলো কুবি ছাত্রদল

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করছে কুবি ছাত্রদল

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করছে কুবি ছাত্রদল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে নবীন শিক্ষার্থীদেরকে সাহায্য ও বরণ করেছে। এসময় নেতাকর্মীদের সারিবদ্ধভাবে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিকে গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা চাই না আমাদের কার্যক্রম দ্বারা ক্যাস্পাসে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেজন্য আমরা মেইন গেটের বাইরে থেকেই কার্যক্রম পরিচালনা করেছি।’