৯০ আসন ফাঁকা রেখে কুবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু 

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল ২৭ অক্টোবর। এখনো সাধারণ আসন ৬৫টি এবং কোটার ২৫ টিসহ মোট ৯০ টি আসন ফাঁকা রয়েছে।  
শনিবার (২৬ অক্টোবর) মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এসব তথ্য জানান। 
তিনি বলেন, "সকল বিভাগই একযোগে ক্লাস শুরু করবে এবং তাদের স্ব-স্ব উদ্দীপনায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করবে।"
কতটি আসন ফাঁকা আছে এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, "সাধারণ আসন ফাঁকা আছে ৬৫টি। কোটায় খালি আছে ২৫টির মতো।"
এছাড়া সীট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন চালু থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, গত ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলেছে চূড়ান্ত ভর্তি কার্যক্রম।