শেকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী

  • শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী

শেকৃবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আরফান আলী।

বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শেকৃবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর তফসিলে বর্ণিত প্রথম সংবিধির ১৮। (১) উপ-বিধির আলোকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আরফান আলী-কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর নিযুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক জনাব মুহাম্মদ আবুল বাশার, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করায় বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে তাঁকে প্রক্টর পদ হতে অব্যাহতি প্রদান করা হয়।