চবিতে 'বিদেশে উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার শনিবার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার।

আগামী শনিবার (২৬ অক্টোবর) চবি বিজ্ঞান অনুষদ গ্যালারী- ১ অডিটোরিয়ামে `𝗛𝗶𝗴𝗲𝗿 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗔𝗯𝗼𝗮𝗿𝗱 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗦𝗲𝗺𝗶𝗻𝗮𝗿-𝟮𝟬𝟮𝟰’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সেমিনারের আয়োজক ব্রিটিশ-বাংলা জয়েন্ট ভ্যানঞ্চার ‘নুসাইর এডুকেশন’। এতে কি-নোট পেপার উপস্থাপন করবেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষক আয়েশা পারলিন।

আরও বক্তব্য রাখবেন ‘নুসাইর এডুকেশন’ গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ইন-চার্জ মনি খান, ব্রিটিশ-আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের কোর্স কোঅরডিনেটর সানজিদা আখতার চৌধুরী ও একাডেমিক এক্সপার্ট মারিয়াম মাসনাদ।

আগ্রহীরা নিচের গুগল লিঙ্কের মাধ্যমে রেজিস্টেশন করতে পারবেন।

https://forms.gle/jfqGyZqBT6qfqUvB8