মব জাস্টিস ও পাহাড়ে অরাজকতা বন্ধের দাবিতে জবিতে মশাল মিছিল

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জবিতে মশাল মিছিল/ছবি: বার্তা২৪.কম

জবিতে মশাল মিছিল/ছবি: বার্তা২৪.কম

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব জাস্টিস বন্ধ ও পাহাড়ে সংঘটিত অরাজকতার সুষ্ঠু তদন্তের দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি পুরান ঢাকার বাহাদুরশাহ এলাকা ঘুরে মূল ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন থাকা সত্ত্বেও কীভাবে একজন মানুষকে এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনেক চোর ছিনতাইকারী ধরেছি কিন্তু আমরা তাদের প্রশাসনের হাতে হস্তান্তর করেছি।

তারা আরও বলেন, দেশে আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে। কেউ যদি অন্যায় করে সেই শাস্তি প্রশাসন দিবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও কীভাবে এমন কাজ করতে পারেন।

দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।