এক দফা দাবিতে রুয়েটে জড়ো হচ্ছেন রাবির শিক্ষার্থীরা
'স্বৈরাচারী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে একদফা দাবি আদায়ের লক্ষ্যে' রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রুয়েটের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে জড়ো হচ্ছন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল পেশার মানুষ।
এসময় 'আমার ভাই মরলো কেন, শেখ হাসিনা জবাব দে', 'এক দফা এক দাবি, শেখ হাসিনা কখন যাবি', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', 'আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা', 'এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়', 'ছি ছি হাসিনা, লজ্জায় বাচিনা', 'ভারতের নায়িকা, পদত্যাগ করে যা', 'হইহই রইরই, ছাত্রলীগ গেলি কই', 'দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্ত', 'ছাত্রলীগের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও', 'আমি কে তুমি কে, রাজাকার রাজাকার', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো ', 'লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব।’