বাকৃবিতে কোটা আন্দোলন প্রত্যাহার

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনের সমন্বয়করা। 

সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আমাদের যে দাবি ছিলো তা মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবেনা। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাকৃবির চলমান কোটা আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো।

বিজ্ঞাপন

অতিশীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলেও বাকৃবি প্রশাসনের কাছে দাবি জানান সমন্বয়করা।