ঢাবিতে ‘ঘ’ ইউনিট তুলে দেয়ার প্রতিবাদে শিক্ষকদের কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতিতে প্রাথমিক একটি কমিটি গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানানো হবে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক একটি কমিটি গঠন ও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও ‘ঘ’ ইউনিট সর্বদলীয় আন্দোলন কমিটির সদস্য সচিব ড. তানজিমউদ্দিন খান।
আগামী দুই-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলনের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিতভাবে অবহিত করবেন। বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ।
এই কমিটিতে যারা আছেন- আহ্বায়ক হিসেবে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সদস্য সচিব হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিমউদ্দিন খান, সহ-সদস্য সচিব হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ কুন্ডু।
সদস্য হিসেবে আছেন- সামাজিক বিজ্ঞান অনুষদের সকল চেয়ারম্যান, চেয়ারম্যানের শিক্ষক প্রতিনিধি অথবা বিভাগীয় শিক্ষক প্রতিনিধিবৃন্দ। এছাড়াও এই অনুষদের ১৬টি বিভাগের সকল সেমিস্টারের ক্লাস প্রতিনিধিরা (সিআর) রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সামাজিক বিজ্ঞান অনুষদটির একজন শিক্ষক জানান, প্রাথমিকভাবে এই কমিটি নিয়ে আলোচনা হয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। শিগগির সংবাদ সম্মেলন করে সবকিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির এক সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। যেখানে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ‘খ’ ইউনিটের মাধ্যমে নেয়া হবে। ওই সভায় ইউনিট বাতিলের নীতিমালা প্রণয়নের জন্য একটি সাব কমিটিও গঠন করা হয়।
শিক্ষার্থীদের হয়রানি বন্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা কলা অনুষদের অধীনে অর্থাৎ ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেখানে অন্য বিভাগ থেকে আসা শিক্ষার্থীরা কীভাবে আসন পাবে সে বিষয়ে নীতিমালা তৈরির জন্য কমিটি করা হয়েছে, বলে জানা যায়।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়াকে বিশ্ববিদ্যালয়ের আদেশের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম।
অধ্যাপক খোরশেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিট বাতিল প্রশ্নে ডীনস কমিটির সিদ্ধান্তু এখতিয়ারবর্হিভূত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অর্ডিনেন্স মতে, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ভর্তি-পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট একাডেমিক কমিটিসমূহের।
অর্ডিনেন্স মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে একটি এডমিশন কমিটি ভর্তি-পরীক্ষা সম্পন্ন করার দায়িত্ব পালন করবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের ১৬টি একাডেমিক কমিটি ‘ঘ’ ইউনিট বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং অনুষদের ১৬টি একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘ঘ’ ইউনিট বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অর্ডিনেন্স পরিপহ্নী।
এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শরিফুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে কোন গবেষণার মাধ্যমে কী কারণে সব সিদ্ধান্ত নেয় সেটা আজও বোঝা হলো না!
এই যে বিশ্ববিদ্যালয় বলছে, বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিট আর থাকবে না, এর ফলে লাভটা কী হবে আমার জানা নেই। এই যে গত সাত বছর ধরে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই, এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কতোটা বেড়েছে জানা নেই। অথচ এসব প্রশ্নের উত্তর জরুরি। এ সংক্রান্ত গবেষণাও জরুরি।