নানা আয়োজনে বেরোবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যদিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মহীয়সী নারী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে দুটি চারা রোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উপ-উপাচার্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস-২০২১ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ এবং মূল আলোচক হিসেবে অংশ নেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।
ভার্চুয়াল আলোচনা সভায় ছাত্র নির্দেশনা ও পরামর্শ দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নুরুজ্জামান খানের সঞ্চালনায় প্রক্টর মো. গোলাম রব্বানীসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ আলোচনায় বক্তব্য রাখেন। এছাড়া দুপুরে জোহর নামাজের পর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।