করোনার ক্ষতি পোষাতে ৪ মাসে সেমিস্টারের প্রস্তাব
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু করার প্রস্তাব দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল।
এর পাশাপাশি করোনার ক্ষতি পুষিয়ে নিতে ৪ মাসে সেমিস্টার করারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেটে৷
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং সকল হলের প্রাধ্যক্ষকে সদস্য করে হল খোলার ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক খোলা হবে। এর জন্য প্রস্তুতি চলছে৷ আজকের গঠিত কমিটি হলগুলো পরিদর্শন করে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিবে৷ এই মাসের ২৮ তারিখ থেকে খোলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে৷ তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনুকূলে থাকায় বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সশরীরে পরীক্ষা কার্যক্রম চালু রয়েছে।