২৫ অক্টোবর খুলছে শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ২৫ অক্টোবর খোলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ে সকল আবাসিক হল খোলে দেওয়া হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় অনলাইনে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ১৬৭তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাবির রেজিস্ট্রার ইসফাকুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে। এদিন থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এবং ক্রমান্বয়ে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন, একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও যথারীতি চলবে ।