এই দুটি কবিতা শঙ্খ ঘোষ ও অলোকরঞ্জন দাশগুপ্তের সম্পাদনায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সপ্ত সিন্ধু দশ দিগন্ত বইয়ে লিপিবদ্ধ হয়েছিল। পাঠকদের চাহিদার কথা বিবেচনায় বার্তা২৪-এ পুনরায় প্রকাশিত হলো। বিনয় মজুমদার একদা রুশ ভাষা শিখেছিলেন, সেই ভাষা থেকে অনুবাদও করেছেন অনেক। তবে তিনি আলেকসান্দর পুশকিনের এই দুটি কবিতার অনুবাদে যেন সেই চূড়া স্পর্শ করেছিলেন, যেখানে একজন শিল্পী যেতে চান। বাংলা ভাষায় পুশকিনকে নিয়ে তিনি পৌঁছেছিলেন ভাবনা ও ভাষার প্রবল সংরাগ ও সংযোগে। - বিভাগীয় সম্পাদক
রূপসী
বিজ্ঞাপন
সকলি সাবলীল মহাশ্চর্য সকলি পৃথিবীর, রিপুর ঊর্ধ্বে, সে থাকে নিশ্চুপ লজ্জারুণ মুখ আপন স্নিগ্ধ রূপের সূর্যে। চতুর্দিক সে হরিণচোখে চায় : বন্ধু নেই—নেই প্রতিদ্বন্দ্বী, হারিয়ে যায় সে পরিমণ্ডলে অন্য রূপসীর পাংশু ফন্দি।
যেদিকে অতি দ্রুত যাও না কেন তুমি— হয়তো প্রেমিকার বিদায়লগ্ন, মনের মোহনায় লালন করো তুমি যে কোনো অপরূপ সোনালি স্বপ্ন, তবু অকস্মাত্ দেখলে তাকে তুমি থমকে পথে থেমে যাবে অনিচ্ছায়, অলোকস্বর্গীয় রূপের সকাশে প্রার্থনায় ধীর আনত শ্রদ্ধায়।
ভালোবাসা
বিজ্ঞাপন
তোমাকে ভালোবেসেছিলাম; হয়তো ভালোবাসা এখনো প্রাণে নেভেনি নিঃশেষে। একথা শুনে আবার হয়ো না যেন বিচলিত; চাই না তুমি বিধুর হও বিষাদমেঘাবেশে। নীরবে ভালোবেসেছিলাম—ছিল না প্রত্যাশা— ঈর্ষাজ্বরে কখনো আর কখনো উচ্ছ্বাসে। ভালোবাসায় ছিল এমন পেলব প্রগাঢ়তা! তেমনি যেন আরেকজন তোমাকে ভালোবাসে।
অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে জনপ্রিয় তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এ ছাড়া বইমেলায় প্রকাশনীর স্টলেও বই দুটি পাওয়া যাবে।
বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন।
‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হয়েছে।
ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’
লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’
‘ওই খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ বা ‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে/ গাছের ছায়া লতায় পাতায় উদাসী বনের বায়’ কিংবা বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু বাড়ি পদ্মার পাড়’ - এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লীকবির উপাধি, সেই পল্লীকবি জসীম উদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ।
বুধবার (১ জানুয়ারি) কবির জন্মদিন উপলক্ষে অম্বিকাপুরের গোবিন্দপুরে তার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯০৩ সালের ১লা জানুয়ারি ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের ছায়া ঢাকা পাখি ডাকা নিঝুম পাড়া গাঁ তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসীম উদ্দীন। কবির বাবার নাম আনছারউদ্দীন, মায়ের নাম আমেনা খাতুন।
কবির পূর্ণ নাম মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
বুধবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল, কবি পুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর এম এ সামাদ, প্রফেসর আলতাফ হোসেন, মফিজ ইমাম মিলন প্রমুখ।
ব্যক্তি জীবনে ১৯৩৯ সালে মমতাজ বেগমকে বিয়ে করেন। কবির ৪ ছেলে কামাল আনোয়ার, ড. জামাল আনোয়ার, ফিরোজ আনোয়ার ও খুরশীদ আনোয়ার, ২ মেয়ে হাসনা জসিম উদ্দীন মওদুদ ও আসমা এলাহী তারা সকলেই স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য ছিলেন।
কবির শিক্ষাজীবন শুরু হয় ফরিদপুর শহরের হিতৈষী স্কুলে। সেখানে প্রাথমিক শেষ করে তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে ১৯২১ সালে ম্যাট্রিক, ১৯২৪ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে বিএ পাস করেন। তিনি ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরিতে যোগদান করেন তিনি। ১৯৬১ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
পল্লীকবি জসীম উদ্দীন ছোট বেলা থেকেই কাব্য চর্চা শুরু করেন। কবির ১৪ বছর বয়সে নবম শ্রেণিতে থাকা অবস্থায় তৎকালীন কল্লোল পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়। কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালী। এরপর তার ৪৫টি বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া পল্লী কবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি।
পল্লীকবি জসীম উদ্দীন প্রেসিডেন্ট প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি, ইউনেসকো পুরস্কার, ১৯৭৬, বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।
জসীম উদ্দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধাও ছিলেন।১৯৭৬ সালে ১৪ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই খ্যাতিমান কবি।
মৃত্যুর পর কবির স্মৃতিকে সংরক্ষণ করতে তার বাড়ির পাশে অম্বিকাপুরে গণপূর্ত অধিদপ্তরের অধীনে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে প্রায় ৪ একর জমিতে নির্মাণ করা হয়েছে পল্লীকবি জসীম উদ্দীন সংগ্রহশালা।
উল্লেখ্য, কবির জন্মবার্ষিকীতে এ বছর এখনো ‘জসীম পল্লীমেলা’ আয়োজনের দিনক্ষণ নির্ধারণ হয়নি। নব্বইয়ের দশকের শুরু থেকে অম্বিকাপুরে কবির বাড়ির প্রাঙ্গণে ১ জানুয়ারি থেকে কুমার নদীর তীরে মাসব্যাপী জসীম মেলার আয়োজন শুরু হয়।
মেলায় চারু ও কারুপণ্য ছাড়াও আসবাবপত্র ও বিভিন্ন গৃহস্থালী পণ্যের সামাহার ঘটে। নির্মল বিনোদনের জন্য নাগরদোলা, সার্কাস এমনকি প্রথমদিকে আবহমান বাংলার ঐতিহ্যবাহী যাত্রাও মঞ্চস্থ হতো। এছাড়া প্রতিদিন মেলার মাঠ প্রাঙ্গণে জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ফরিদপুর ছাড়াও এ অঞ্চলের মানুষের মাঝে জসীম মেলার বিশেষ আবেদন রয়েছে।
চৌকশ ব্যক্তিত্ব। ইংরেজি মাধ্যমের তুখোড় সাংবাদিক। দুর্দান্ত ব্যাডমিন্টন খেলোয়াড়। সফল ব্যবসায়ী।
সর্বোপরি, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানুষ। যাঁর সান্নিধ্য ও স্মিত হাসি মুখ মন ভালো করে দেয় অন্যদের।
তিনি বুদ্ধ দেব মুখোপাধ্যায়। অবশ্য এই নামে কেউ চিনবে না তাঁকে। খ্যাত ছিলেন বি ডি মুখার্জী নামে।
দীর্ঘদিন রোগভোগের পর জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বি ডি মুখার্জী বছরের শেষ দিনে আজ (৩১ ডিসেম্বর ২০২৪) পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। ঢাকায়।
অধুনালুপ্ত ইংরেজি দৈনিক 'দ্য বাংলাদেশ অবজারভার'-এর সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক এবং চা বাগান ব্যবসায়ী ছিলেন বি ডি মুখার্জী।
পারিবারিক সূত্রে পাওয়া হবিগঞ্জ জেলার মাধবপুরে অবস্থিত বৈকুণ্ঠপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।
বন্ধু কবি হেলাল হাফিজের বিদায়ের (১৩ ডিসেম্বর ২০২৪) দুই সপ্তাহের মাথায় তিনিও চিরবিদায় নিলেন। তিনিও অকৃতদার ছিলেন।
অত্যন্ত স্নেহশীল বি ডি মুখার্জী আমার অত্যন্ত প্রিয়জন। তিনি আমাকে অনুজ জ্ঞান করতেন।
১৯৭৮ খ্রিস্টাব্দে যখন সাংবাদিকতায় আমার হাতেখড়ি, সেই সময় থেকে তরুণ আমাকে যাঁরা সার্বক্ষণিক উৎসাহ ও সাহস যুগিয়েছেন, নানাভাবে প্রশ্রয় দিয়েছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যে অভিভাবক হিসেবে আগলে রেখেছেন, বি ডি মুখার্জী তাঁদের মধ্যে অগ্রগণ্য।
জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান, বি ডি মুখার্জী ও জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর হোসেন সাংবাদিকতায় আমার অলিখিত মেন্টর।
আর সাহিত্য প্রচেষ্টায় কবি আহসান হাবীব, কবি আল-মুজাহিদী ও কবি হেলাল হাফিজ।
সেই সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। মুহসীন হলে থাকি। শুরুতে মাসে পাঁচশো টাকা বেতনের খণ্ডকালীন ক্রীড়া সাংবাদিক।
কাজের জন্য ঢাকা স্টেডিয়াম ও সংলগ্ন ক্রীড়াঙ্গন সহ নানা স্থানে যাতায়াতের ফাঁকে বিশ্রাম নিতে ও দুপুরের খাবার খেতে চলে আসতাম জাতীয় প্রেস ক্লাবে। সময় কাটাতাম ক্লাবের গ্রন্থাগারে।
অল্প আয়ের আমি স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবারের জন্য কর্মক্ষেত্রের নিকটবর্তী জাতীয় প্রেস ক্লাবের ক্যাফেতে গিয়ে বসতাম। কিন্তু প্রেস ক্লাবের নিয়ম হলো সদস্য ছাড়া কেউ খাবারের নির্দেশ দিতে পারবে না।
প্রেস ক্লাবের সেই সময়ের নির্বাহী পর্ষদের কর্মকর্তাদের ভ্রুকুটিকে পাত্তা না দিয়ে আমাকে নিজের অতিথি হিসেবে স্থায়ীভাবে ঘোষণা করে দিয়েছিলেন বি ডি মুখার্জী ও কবি হেলাল হাফিজ।
সেই সুযোগটি সেকালে আমার যে কতো বড় উপকার করেছিল, তা' বলে ও লিখে বোঝানো যাবে না।
আমার অগ্রজপ্রতীম ও অভিভাবকসম এই দুই সাংবাদিকই গত হলেন এই ডিসেম্বর মাসে! মাত্র আঠারো দিনের ব্যবধানে।
ধনাঢ্য পরিবারের সন্তান বি ডি মুখার্জী বাল্যকালে দার্জিলিং-এ কনভেন্ট স্কুলে ইংরেজি মাধ্যমে লেখাপড়ার কারণে ইংরেজি ভাষায় তাঁর দখল ছিল ঈর্ষণীয়।
সাবেক পূর্ব পাকিস্তানের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বি ডি মুখার্জী অসাধারণ খেলোয়াড় ছিলেন।
১৯৮২ খ্রিস্টাব্দে দিল্লিতে এশিয়ান গেমস-এর সংবাদ কাভার করতে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সত্ত্বেও স্বৈরশাসক এরশাদের নির্দেশে আমার কর্মস্থল 'দৈনিক দেশ'-এর মালিক ও প্রকাশক মাইদুল ইসলাম মুকুল গ্রেফতার হয়ে যাওয়াতে আমি আর যেতে পারিনি।
দিল্লি ঘুরে আসা কয়েকজন সাংবাদিক আমার জন্য স্যুভেনীর উপহার এনেছিলেন। বি ডি মুখার্জীও এনেছিলেন একটি অসাধারণ উপহার।
১৯৮৫ খ্রিস্টাব্দে আমি দেশে ফিরে তাঁকে ব্রিটেন থেকে আনা একটি বিশেষ ধরণের গ্যাস লাইটার উপহার দিলে ধূমপায়ী বি ডি দা ভীষণ খুশী হয়েছিলেন।
মিছিলের ডাক সবাই শোনে না, শুনেছিলে তুমি, প্রিয়তমার ফুল যুদ্ধের বেদীতে করলে সমর্পণ। যখন পায়ের নিচে মুহূর্মূহু কাঁপে জন্মভূমি, যৌবনের শক্তি দিয়ে বেছে নিলে তুমি রক্ত-রণ। যেরকম কবি নজরুল বাজান প্রলয়ের শিঙ্গা, ক্ষোভ প্রতিবাদ বিরুদ্ধতা দিয়ে যৌবন জাগালে। মাটির ভেতর থেকে উঠে ভেসে চলে যুদ্ধ-ডিঙা, উজানের বৈঠা বেয়ে বিজয়ের সকাল রাঙালে।
তুমি দিলে ডাক যেসময় ছিল তার প্রয়োজন, প্রদর্শন করো নাই আত্মত্যাগ করার প্রমাণ। জানি তোমারই বহু সহযোদ্ধা এবং স্বজন, হুইলচেয়ারে গোঙায়, তুমি কাব্যে ঢালো অভিমান। জীবন কী দেবে তোমায় সেদিকে তাকাওনি একবার, তোমারই ডাক দেবে প্রয়োজনে যৌবন আবার।