দুনিয়া মূলত একটা রৌরব

  • মাছুম কামাল
  • |
  • Font increase
  • Font Decrease

অলঙ্করণ কাব্য কারিম

অলঙ্করণ কাব্য কারিম

ধবল গলাকাটা রাজহাঁস

কারা যেন তুলে নিয়ে গেল তাকে, আটকাবার সাধ্য কোনোদিনই ছিল না,
ইচ্ছে ছিল—হারিয়ে গেছে তাই কখন, কোন ফাঁকে
এখন সে তাচ্ছিল্যের কলমিফুল—যে কোনো অবহেলার নীল অপরাজিতা,
এখন মৌসুমি বাতাসে দোলে তার নাকছাবি
আমি জানি মর্ত্যের ধুলোয় তার যতটা অনাসক্তি, বিছানায়ও ঠিক তাই—
সারারাত ঘুমোবার থাকে না, একটা ধূর্ত শিয়াল তাকে নিয়ে পড়ে থাকে
আর সে যেন ধবল গলাকাটা রক্তাক্ত একটা রাজহাঁস।

এলুমিনিয়ামের চাঁদ

অরণ্য বলেছিল নেবে, বলেছিল পাহাড়, নদী এবং সমুদ্রও
ফেরার কথা শৈশব, তাল কুড়াবার দিন এবং পাখিছানাটিও
ঈষদুষ্ণ লেপের আরাম তীব্র শীতের ভেতর—
মনে থাকে
দড়ি দিয়ে টানা টমটম, পাতার রেলের বহর, বিপন্ন টগর

বিজ্ঞাপন

ঝাঁ-চকচকে দিনগুলি আর কোথাও পাওয়া যাবে না,
নাবিস্কো লজেন্সগুলি, লাল, সবুজ, হলুদ তো রবে না
চিরকাল, পাওয়া যাবে না আর তার অনুভব
অভব্য ব্যস্ততা গ্রাস করে নিচ্ছে সব—

চাঁদমামা এখন এলুমিনিয়ামের চাঁদ,
দাঁড়াবার ফুরসত নাই এখন,
নিজের মাথায় হাত বুলাবার,
নিজের বাহুডোরে নিজেকেই ধরবার—

দূরে, একটা গঞ্জে, অনেক ভিড়ের ভেতর মনিব আমাকেও তুলেছে,
আর আমার বার্ধক্য আমায় যৎসামান্য মূল্যে কিনে নিয়েছে।

সিরাজউদ্দৌলা

আমাদের দিঘি ছিল শৈবালে ঘেরা শৈশব সবুজ কমেছে আজ,
দুনিয়া মূলত একটা রৌরব—
আমাকে গ্রাস করেছে নদী, আপনার কণ্ঠস্বর, প্রিয় মান্যবর

এখানে সূর্য গিয়েছে ডুবে পলাশীর প্রান্তরে,
আমিই সিরাজউদ্দৌলা,
যার ধ্বংস যাওয়া মানুষের কাছে নিছক কৌতুক।

ফারিহা আজরীন

হঠাৎ এমন হয়নি বহুদিন—বিঁধে নাই কেউই, কিছুই চোরাকাঁটা হয়ে,
এমন কুলুকুলু ধ্বনি শুনি নাই বহুকাল, বেনামি কোনো নদী যায়নি বয়ে

এখন চারিপাশ্বে পায়রার ডানা ঝাপ্টানোর শব্দ আর এমন মগ্ন—
হয়ে থাকছি প্রতিটি মুহূর্ত-আছে পাবার একটা হাওয়াই চিঠির স্বপ্ন

তাই ব্যপ্তির ভেতর উল্লাস—চিরকালীন ভীরুতার শংকা
উন্মাদনা আছে এবং যথারীতি বুকের ভেতর বাজছে ডঙ্কা

অঞ্জলি দিয়েছি তারে, দুহাত ভরে, দেবী তুমি অর্ঘ্য গ্রহণ করো আমার—
নিশ্বাস দেবে গেছে, বুকের পাঁজর তো নয় যেন টানছি কামারশালার হাপর

বলিনি এখনো, যদি রেশ কেটে যায়—যদি না বাজে মাউথ অর্গান
যদি চোখে হারাই, যদি কেটে যায় মধ্যাকর্ষীয় টান

আপনার চোখজোড়া পড়ে থাকে জানলায়, লালপেড়ে শাড়ি
বুঝিবা বোবার ভাষা আমার—কী করে বুঝাই আহাজারি

কাঁপছে আকাশ, আকাশ জুড়ে মেঘমালার সংঘর্ষ—
ফলে, অন্ধকারে শুধু পাতাদেরই নৃত্যের সুর, জেগে আছি ঘুমলীন,
দূরে কোথাও তাকিয়ে জানালায় কি দাঁড়িয়েছ আজ, ফারিহা আজরীন?