বইমেলায় আসছে আদিল মাহমুদের ‘সুন্দর মনের সর্বনাশে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বইমেলায় আসছে আদিল মাহমুদের ‘সুন্দর মনের সর্বনাশে’

বইমেলায় আসছে আদিল মাহমুদের ‘সুন্দর মনের সর্বনাশে’

অমর একুশে বইমেলা উপলক্ষে ‘নালন্দা’থেকে প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও অনুবাদক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সুন্দর মনের সর্বনাশে’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

কাব্যগ্রন্থ সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা, তাসবি দানার মতো এক সুতোয় গাঁথা। কাছাকাছি সময়ে লেখা। এজন্য কবিতাগুলোর আর আলাদাভাবে নাম দেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে বৃষ্টি বা নদীর বয়ে যাওয়া পানির মতো একের পর এক কবিতা মিল রেখে সাজানো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার আগের সব কাব্যগ্রন্থ যেমন, এই গ্রন্থ সেরকম নয়, ব্যতিক্রম। মূলত এখানে আছে একটি কাল্পনিক প্রেমের অভ্যর্থনা, আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা এবং তার শেষ পরিণতির উপাখ্যান। শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে, এমনটাই দেখতে পাবেন কবিতাগুলোর সর্বাঙ্গে।’

কবি তাওহিদ ইমরান পাণ্ডুলিপির পাঠ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সুন্দর মনের সর্বনাশে’কাব্যগ্রন্থে কবি আদিল মাহমুদ প্রেমের অন্তরঙ্গ রূপ এঁকেছেন নিবিড় সূক্ষ্মতায়। তার উপস্থাপনা শৈলীতে, বাক্য সৃষ্টিতে, উপমা, বুনন, অলংকার, চিত্রকল্প, অভাবনীয় প্রকাশভঙ্গি এবং বলতে পারার স্বকীয়তায় রোমাঞ্চকর দৃশ্যপট তৈরি হয়েছে।’

এছাড়া ‘লাওয়ারিশ, ‘আনকাবূত’, এবং ‘আবাবিল’আদিল মাহমুদের পাঠকপ্রিয় কাব্যগ্রন্থ।