গ্রন্থমেলায় জিয়াউল জিয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রাপ্তবয়স্কদের ছড়া’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা-২০২৩-এ প্রকাশিত হয়েছে ছড়াকার জিয়াউল জিয়ার দ্বিতীয় ছড়া-কবিতা গ্রন্থ ‘প্রাপ্তবয়স্কদের ছড়া’। বইটি বাজারে এনেছে ইচ্ছে প্রকাশ। বইমেলায় পরিবেশক পরিবার পাবলিকেশনের ৪২০-৪২১ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বই বেচাকেনার অনলাইন প্লাটফর্ম রকমারিতেও পাওয়া যাচ্ছে ‘প্রাপ্তবয়স্কদের ছড়া’।

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মিজান মাহমুধ। ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১২০ টাকা।

বিজ্ঞাপন

বইটি প্রসঙ্গে জিয়াউল জিয়া বলেন, ‘জৈবিক চাহিদা মানুষের সহজাত প্রবৃত্তি। এটিকে উপেক্ষা করার উপায় নেই। আর চাহিদা মেটাতে গিয়েও তৈরি হয় অনেক গল্প। সেসব গল্পই ছন্দে বাঁধার চেষ্টা করেছি আমি।’

জিয়াউল জিয়ার জন্ম খুলনার খালিশপুরে। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশে সহ-সম্পাদক পদে কর্মরত। লেখালেখি তার শখের যায়গা। তার এরকম আরেকটি শখের জায়গা হলো নাটক নির্মাণ।