বইমেলায় আসছে শিশুকিশোর গল্পের বই ‘তিতলির ফুলবন্ধু’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তিতলির ফুলবন্ধু

তিতলির ফুলবন্ধু

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে রবিউল কমলের শিশুকিশোর গল্পের বই ‘তিতলির ফুলবন্ধু’। শিশুকিশোরদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্পের বই এটি।

বইটির গল্পে মুক্তিযুদ্ধ, করোনাকালের বিষয়টি ফুটে উঠেছে। আবার কোনো গল্পে প্রাণীর প্রতি ভালোবাসার কথা প্রকাশ পেয়েছে। গল্পের মাধ্যমে একটি শিশুকে বলা হয়েছে কেন পাখি খাঁচায় বন্দি করা উচিত নয়, কিংবা কেন প্রজাপতির লেজে সুতা বেঁধে খেলা উচিত নয়।

বিজ্ঞাপন

গল্পগুলো পড়ে শিশুকিশোররা নিজে থেকে বুঝতে পারবে কোনটি ঠিক আর কোনটি ভুল। তারা বুঝতে পারবে সততা দিয়ে কীভাবে মানুষের মন জয় করা যায়। এছাড়া নিজের স্বপ্নকে লালন করা, যে কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজের ইচ্ছাশক্তিকে ধরে রাখলে সেই স্বপ্ন যে একদিন সত্যি হতে পারে তাও বইটির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।

চাররঙা বইটির জন্য চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাহফিয়া জাহান মুন্নি। বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা এবং প্রকাশ করেছে অয়ন প্রকাশন।