কক্সবাজারে খেটে খাওয়া মানুষের পাশে সেনাবাহিনী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজারে খেটে খাওয়া মানুষের পাশে সেনাবাহিনী, ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারে খেটে খাওয়া মানুষের পাশে সেনাবাহিনী, ছবি: বার্তা২৪.কম

কক্সবাজার শহরের জনসচেতনতা কর্মকাণ্ডের পাশাপাশি শতাধিক খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলাতলী ও ফিশারিঘাট এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞাপন

খাদ্য সামগ্রীর মধ্যে, চাল, ডাল, আলু, লবণ ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল।

১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমদ, ২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার আলীমুল আমীন, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সামরিক এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।