রাতে পাহাড়ি গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মহীন মানুষদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ডিসি

কর্মহীন মানুষদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ডিসি

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং প্রত্যেক কর্মহীন মানুষের খাদ্য সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসক এ উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন

গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) সারাদিনের পর রাত ৮টা পর্যন্ত রাঙামাটি শহরের ভেদভেদী, রাঙ্গাপানি, আসামবস্তির একাংশসহ রিজার্ভ বাজারের এসপি বাংলো এলাকায় কর্মহীন শ্রমিকদের হাতে ১০ কেজি চালসহ অন্যান্য খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় বাসিন্দাদের ডিসি বলেন, আপাতত এগুলো দিয়ে সংসার চালান, বাইরে বের হবেন না। প্রয়োজনে আমরা আরও দেব। আপনারা নিরাপদে বাসায় থাকেন আমরা আপনাদের সেবায় রাস্তায় আছি। আপনাদের পাশে আছি।

এ সময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।