কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা

কর্মহীন ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম স্বপন। তিনি তার নিজ উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে তার নিজ ইউনিয়ন কয়া এলাকার কর্মহীন, অসহায় গরীব মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রীর মধ্য রয়েছে ২৫ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, পাঁচ কেজি আলু, এক কেজি লবণ, দুই কেজি পেঁয়াজ, দুটি সাবান, মাস্ক ও হ্যান্ড গ্লাভস।

চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘করোনা প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষগুলো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার এলাকার মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছি। এ কারণেই আমার ইউনিয়নের অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া বেকার হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছি।’

এ সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সাধ্যমত তাদেরকে খাদ্যসামগ্রী দিতে পেরেছি। এভাবে অসহায় দিনমজুরদের পাশে সহযোগিতার জন্য সমাজের বিত্তশালীসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামসহ কয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা।