বগুড়ায় কর্মহীনদের জন্য ২৮১ মেট্রিক টন চাল বরাদ্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

গরিব দুস্থদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে,ছবি: সংগৃহীত

গরিব দুস্থদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে,ছবি: সংগৃহীত

বগুড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। এজন্য ২৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ শিবগঞ্জ উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রত্যেক ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পৌর এলাকায় ৫০০ পরিবার এবং বগুড়া পৌরসভায় এক হাজার পরিবার ১০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। ইতোমধ্যে উপজেলার নির্বাহী অফিসারদের কাছে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১০ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণের জন্য জেলার ১২টি উপজেলা নির্বাহী অফিসারদের চেক দেয়া হয়েছে।