নাটোরে দোকানে দোকানে দূরত্ব বৃত্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

নাটোরে দোকানে দোকানে দূরত্ব বৃত্ত/ছবি: বার্তা২৪.কম

নাটোরে দোকানে দোকানে দূরত্ব বৃত্ত/ছবি: বার্তা২৪.কম

নাটোর শহরে ঔষধ ও খাদ্যপ্যণ্যের দোকানগুলোর সামনে নিরাপদ দূরত্ব বৃত্ত তৈরি করে দিয়েছে প্রশাসন। এতে ক্রেতা বা ভোক্তারা পরস্পর নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন।

শনিাবার (২৮ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন খাদ্যপণ্য ও ঔষধের দোকানের সামনে লাল ও সাদা রঙে দূরত্ব বৃত্ত একেঁ দেয়া হয়।

বিজ্ঞাপন

একই সময়র সিংড়া পৌর এলাকার ৩৮ টি ঔষধের দোকান এবং কয়েকটি নিত্যপ্রয়োজনীয় (শুকনা খাবার, মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং) সামগ্রীর দোকান, এটিএম বুথসহ গুরুত্বপূর্ণ স্থানে দূরত্ব বৃত্ত এঁকে দেন কয়েকজন স্বেচ্ছাসেবক।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, বন্ধের আওতামুক্ত খাদ্যপণ্য ও ঔষধের দোকানগুলোর সামনে ক্রেতারা ভিড় করেন। ভিড় বা সমাগম হতে সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে নিরাপদ দূরত্ব সৃষ্টিতে দোকানগুলোর সামনে বৃত্ত অঙ্কন করা হয়েছে। সকলকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার আহ্বান জানানো হচ্ছে। 

এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১১ জনসহ ২৫২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে ৩৬ জনকে কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক চলাচলের অনুমতি দেয়া হয়েছে।