বরগুনায় মাইকিং করে সাপ্তাহিক বাজার বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

সাপ্তাহিক বাজার বন্ধ, ছবি: বার্তা২৪.কম

সাপ্তাহিক বাজার বন্ধ, ছবি: বার্তা২৪.কম

বরগুনা তালতলীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাইকিং করে সাপ্তাহিক বাজার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা ছোটবগী সাপ্তাহিক বাজারটি বন্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বাজার, গণ জামায়েত, বিভিন্ন সভা সমাবেশ বন্ধসহ বরগুনা জেলাকে লকডাউন করা হয়েছে। সে আদেশ অমান্য করে উপজেলার ছোটবাগী বাজারে প্রতিসপ্তাহের ন্যায় আজও বাজার বসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চলমান বাজারটিতে মাইকিং করে বাজার তাত্ক্ষণিক বন্ধ ঘোষণা করা হয়েছে।