করোনা: আড্ডা দেয়া, চায়ের দোকান খোলা রাখায় জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

করোনাভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান ও স-মিল খোলা রাখা, আড্ডা, গণজমায়েত করার অপরাধে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান ও স-মিল খোলা রাখা, আড্ডা, গণজমায়েত করার অপরাধে উপজেলার তেবাড়িয়া, জিলাপিতলা, পাথরবাড়িয়া, রেলগেট, বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও নির্দেশ দেন তিনি।

এ সময় কুমারখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।