বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় ট্রাক

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকাল ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক কক্সবাজারের রমিজ আহম্মেদের ছেলে মজিবুর রহমান (৩০) ও শেরপুরের ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলী ছেলে আজগর আলী (৬০)।

বিজ্ঞাপন

জানা গেছে, সকাল ৬টার দিকে মহাসড়কে ছোনকা বাজারের অদূরে ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত মুখি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে এই দুর্ঘটনার কিছুক্ষণপর বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়েন পথচারী আজগর আলী। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।