হবিগঞ্জ কারাগারে হত্যা মামলা আসামির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের ম্যাপ

হবিগঞ্জের ম্যাপ

হবিগঞ্জ জেলা কারাগারে কুতুব উদ্দিন (৫৫) নামে এক হত্যা মামলা আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে জেলা কারাগারে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত কুতুব উদ্দিন চুনারুঘাট উপজেলার চন্দ্রনা ধলাইপাড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

হবিগঞ্জ জেলার জয়নাল আবেদীন ভুইয়া জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলার প্রধান আসামি কুতুব উদ্দিন গত ৩ মার্চ থেকে কারাগারে রয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কারাগারের তৃতীয় তলার পাঁচ নাম্বার রুমে তার বুকে প্রচণ্ড ব্যাথা অনুভূত হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রকিবুল বলেন, ‘হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’