কোচিংয়ে পড়ানো বন্ধ করে দিলেন ইউএনও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম একটি কোচিং সেন্টারে গিয়ে কোচিংয়ে পড়ানো বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তীতে আর কোচিং না চালানোর জন্য সতর্ক করে দেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি স্বপ্নদ্বীপ মার্কেটের দ্বিতীয় তলায় আরিফ কোচিং সেন্টারে পড়ানো বন্ধ করে দেন।

বিজ্ঞাপন

কোচিংয়ে পড়ানো বন্ধের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের কোচিং ও প্রাইভেট পড়ানো মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করেছেন।

কিন্তু আরিফ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে বলে মোবাইল ফোনের মাধ্যমে একটি অভিযোগ পায়। পরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মিললে কোচিংয় সেন্টারে পড়ানো বন্ধ করে দেই এবং ৩১ মার্চ পর্যন্ত যাতে কোচিং বন্ধ থাকে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় ইউএনও’র সাথে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা উপস্থিত ছিলেন।