ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, ছবি: বার্তা২৪.কম

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌরসভা চত্বরে এক টন ওজনের তামার তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধামরাই পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিজ্ঞাপন

ভাস্কর্য উন্মোচন শেষে বেনজীর আহমদ, বঙ্গবন্ধুর ডাকেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যিনি এই বাংলা এনে দিয়েছেন তাকেই ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা বাংলার উন্নয়ন থেকে বঞ্চিত করেছ। কেড়ে নিয়েছে মহান নেতার প্রাণ। তারপরেও দেশের প্রতিটি কোনায় আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।

জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌরসভা চত্বরে এক টন ওজনের তামার তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গেলাম কবির, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ছাত্রলীগের আদনান হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।