হবিগঞ্জে ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জের বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ‘রূপালি ব্রিকস ফিল্ড’ নামক এক ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘদিন ধরে রূপালি ব্রিকস নামের ওই প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ইউসুফ বিভিন্ন এলাকা থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। রোববার তিনি ঢাকা-সিলেট মহাসড়কের সরকারি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার তগলী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার প্রমাণ পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।