গাইবান্ধায় নাচে-গানে সাঁওতালদের বসন্ত উৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সাঁওতাল জনগোষ্ঠীর বসন্ত উৎসব

সাঁওতাল জনগোষ্ঠীর বসন্ত উৎসব

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের নিজস্ব সংস্কৃতিতে বাহা পরবের মাধ্যমে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সামাজিক সংগঠন অবলম্বন আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মোত্তালিব নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাহা পরব বা বসন্ত উৎসবে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

বিজ্ঞাপন

বাহা পরব উদযাপন কমিটির আহ্বায়ক এ্যামিলি হেমব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, কামদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, রণজিৎ সরকার, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, বহু সংস্কৃতি, বহু ভাষা আর বহু জাতির সম্মিলনে বাংলাদেশ একটি জাতি-বৈচিত্র্যের দেশ। এ দেশের পাহাড় থেকে সমতলে ৪৫টি আদিবাসী জাতি বাস করে। যাদের রয়েছে স্বতন্ত্র ভাষা ও নিজস্ব সংস্কৃতি।